• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৮:১৮:২৭ (06-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজশাহীতে পিপি, নারী আইনজীবী ও সুশীল সমাজের সাথে আলোচনা

৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২২:২০

সংবাদ ছবি

রাজশাহী ব্যুরো: নারী আইনি সহায়তা, জেন্ডার সংবেদনশীল পরিবেশ ও ন্যায়বিচার প্রাপ্তি সহজীকরণ বিষয়ে পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি, নারী আইনজীবী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৬ ডিসেম্বর শনিবার দুপুরে নগরীর রানীবাজারস্থ এস কে ফুড ওয়ার্ল্ড কনফারেন্স রুমে খান ফাউন্ডেশনের বাস্তবায়নে সমতা নারী কল্যাণ সংস্থা এবং লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লফস) এর যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা ও সাবেক অধ্যক্ষ সখিনা খাতুন।

সভায় ইউনিয়ন, উপজেলা ও জেলা লিগ্যাল এইড কমিটির আইনি সহায়তার কার্যক্রম, আদালতে নারীর জেন্ডার সংবেদনশীল পরিবেশের বর্তমান অবস্থা এবং আইনি প্রতিকার প্রাপ্তি সহজ করতে আইনজীবীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

উন্মুক্ত আলোচনায় অংশ নেন, আইনজীবী মোসা. দিনা লাইলা, সিনিয়র আইনজীবী মাহামুদুর রহমান রুমন, ড. আওরঙ্গজেব কাকন, আইনজীবী ইসমত আরা শিলা, আজিজা সুলতানা মৌসুমি, শামীম আক্তার মায়া, নুসরাত মেহেজাবিন, পিনাকল স্টাডি হোমের প্রধান শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস এর প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদ (স্মৃতি) ও অন্যান্যরা।

এছাড়া আলোচনায় উপস্থিত ছিলেন নারী নেত্রী নুরিয়া খাতুন, নিপা খাতুন, পরিবর্তন এর প্রোগ্রাম অফিসার সোমা ভৌমিক, শিক্ষক সুর্পনা ভদ্র, আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী, আইনজীবী মো. গালিব, শিক্ষক কামনা পাল, চামিলি খাতুন ও উন্নয়ন কর্মী মুক্তা সরকার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
গাজীপুরে আড়ং ডেইরির সেলস সেন্টার উদ্বোধন
৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৪৭










Follow Us