- ঢাকা
- |
- রবিবার ১৪ই পৌষ ১৪৩২ রাত ০৯:১৩:২৮ (28-Dec-2025)
- - ৩৩° সে:
মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেছার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

২৮ ডিসেম্বর রোববার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত জেলার সাটুরিয়া ও সদর উপজেলায় এই অভিযান চালানো হয়।


অভিযানে সাটুরিয়া উপজেলার ফৌজিয়া ব্রিক্স এবং মানিকগঞ্জ সদর উপজেলার হাজী ব্রিক্স-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ইটভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দিয়ে সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
এছাড়া পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে আরও তিনটি ইটভাটাকে প্রতিটিকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাদের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন নেছা বলেন, পরিবেশগত ছাড়পত্র ও আইনগত অনুমোদন ছাড়া পরিচালিত কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, ‘পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। ভবিষ্যতেও জেলার বিভিন্ন উপজেলায় ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে।’
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ ও র্যাবের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, অবৈধ ইটভাটার কারণে পরিবেশ, ফসলি জমি ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী এসব ভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জেলায় বর্তমানে মোট ১২০টি ইটভাটা কার্যক্রম চালালেও এর মধ্যে ১৬টি ইটভাটা অবৈধ বলে চিহ্নিত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available