• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫২:২৫ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

সখিপুরে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫১:৩০

সংবাদ ছবি

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি: শরীয়তপুরের সখিপুরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

Ad

৭ ডিসেম্বর রোববার ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে এক উঠান বৈঠকে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও দলীয় প্রার্থী আলহাজ্ব শফিকুর রহমান কিরণের উপস্থিতিতে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

উত্তর তারাবুনিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মানিক তাঁতীর নেতৃত্বে এই যোগদান কর্মসূচি সম্পন্ন হয়। তাঁর সঙ্গে আরও যারা যোগদান করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সোলায়মান মিঝি, ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক আমান উল্লা আসামী, আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ড সভাপতি কালা আসামী, যুবলীগ নেতা রাজ্জাক আসামী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নিজাম আসামী, ৪ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মিঝি, সাবেক আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আলী আকবর প্রধানীয়া, যুবলীগ নেতা সেলেম আসামী প্রমুখ।

উঠান বৈঠকে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা শফিকুর রহমান কিরণ।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কালা আসামী বলেন, “আমি কিরণ ভাইকে ভালো জানি। তাঁর পাশে আছি, ইনশাআল্লাহ থাকব।”

যোগদান উপলক্ষে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, ‘আজ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। কয়েক দিন আগে জামায়াত থেকেও অনেকে যোগ দিয়েছেন। প্রতিদিনই বিভিন্ন দল থেকে লোকজন বিএনপিতে আসছেন। এখানে কোনো চাপ নেই, আছে ভালোবাসা। আমি প্রতিহিংসার রাজনীতি করি না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫
৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:৫১











Follow Us