জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট রেলওয়ে স্টেশনে আব্দুর রাজ্জাক আকন্দ নামে এক যাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুনের বিরুদ্ধে।

৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি ওই যাত্রী।


জানা গেছে, যাত্রী আব্দুর রাজ্জাক পাবনা যাওয়ার জন্য দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে জয়পুরহাট রেল স্টেশনের কাউন্টারে যান। তিনি লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহের জন্য বুকিং সহকারীকে ২০০ টাকা দেন। অভিযোগ অনুযায়ী, কাউন্টার থেকে তাকে খুচরা টাকা দিতে বলা হয়, কিন্তু রাজ্জাক খুচরা দিতে পারেননি।
এ নিয়ে হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন খুচরা টাকা আনার জন্য রাজ্জাককে তাগাদা দিলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মনিরুল করিম কাউন্টার থেকে বাইরে এসে যাত্রী আব্দুর রাজ্জাককে ধাক্কা মারেন। এরপর দুজনের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।
যাত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘স্টেশনে টিকিট কাটাকে কেন্দ্র করে স্টেশনের হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন আমাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছেন। তারা এক লাইনে টিকিট না দিয়ে এক লাইন থেকে আরেক লাইনে ঘোরাঘুরি করাচ্ছিল। কাউন্টারের ভেতর থেকে এসে আমাকে টেনে অফিসের ঘরে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। আমার শার্টও ছিঁড়ে গেছে। সে স্থানীয় হওয়ায় দাম্ভিকতার সাথে ক্ষমতা দেখায় যে, সে মানুষকে মানুষই মনে করে না। তদন্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’
অভিযুক্ত হেড বুকিং সহকারী মনিরুল করিম মুন বলেন, ‘টাকা খুচরা না থাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ওই যাত্রী আমাকে গালিগালাজ করে। এসময় তার সঙ্গে কথা বলতে গেলে একটু ধস্তাধস্তি হয়। আমি তাকে টেনে নিয়ে আসিনি। সে আমার হাত ধরতে গেলে ধস্তাধস্তি হয়। পরে সবার উপস্থিতিতে বিষয়টি মিমাংসা হয়েছে।’
জয়পুরহাট রেলষ্টেশনের মাস্টার রফিক চৌধুরী বলেন, ‘কথাকাটাকাটির এ পর্যায়ে ওই যাত্রী হেড বুকিং সহকারীকে বলেন, তুমি বাহিরে আসো তোমাকে দেখছি। এই নিয়ে ঠেলাঠেলি হয়েছে এটুকু শুনেছি। তবে ধাক্কাধাক্কি বা মারধরের ঘটনা যদি ঘটে তাহলে সরকারি বিধি অনুযায়ী সে ভুল করেছে। মুন ওই যাত্রীর কাছে ক্ষমাও চাইছে।’
এ বিষয়ে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘সরকারি কর্মকর্তা হয়ে এ ধরনের আচরণের সুযোগ নাই। আচরণ বিধিমালা অনুযায়ী চলতে হবে। এ ধরনের ঘটনা যদি আমাদের কাছে লিখিতভাবে জানানো হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available