• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ বিকাল ০৫:৩৭:৫৮ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

‎ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন

২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৫:৪২

সংবাদ ছবি

‎‎ফুলছড়ি প্রতিনিধি: ‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

Ad

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (৫ নভেম্বর) বুধবার ভোরে ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝানঝাইর ডাকুমারী গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত খোকা মিয়া ওই গ্রামের রশিদ সরকারের ছেলে এবং পেশায় একজন গরু ব্যবসায়ী।

Ad
Ad

‎নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, ভোরে কয়েকজন দুর্বৃত্ত খোকা মিয়ার বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি করে। ডাক পেয়ে তিনি ঘর থেকে বের হয়ে তাদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পুলিশ তদন্তে নেমে একই এলাকার বাসিন্দা দুলাল মাঝি (৪৫) কে প্রাথমিকভাবে আটক করে। পরবর্তীতে ধারাবাহিক তদন্ত, প্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আবু সাঈদ ও মহিদুল ইসলাম নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

‎ফুলছড়ি থানা সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

‎ফুলছড়ি থানার উপপরিদর্শক (এসআই) আয়নাল হক বলেন, ‎“এটি একটি পরিকল্পিত হত্যা। হত্যার পেছনের মূল কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। প্রয়োজনে আরও অন্যান্য আসামিদের গ্রেফতার করা হবে।”

‎‎গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে এবং রিমান্ড শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
পীরগাছায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:০৮:৫১



সংবাদ ছবি
নওগাঁর সীমান্তের বিজিবির টহল জোরদার
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪৪:৪৬

সংবাদ ছবি
ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসামির মৃত্যু
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৪০:৫৮



সংবাদ ছবি
দেশের সব বিমানবন্দরে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ
২৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০২:৩৭


Follow Us