নিজস্ব প্রতিবেদক: বিশ্বসমাদৃত ত্বরিকায়ে মাইজভাণ্ডারীয়ার প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)-এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ১০ মাঘ উরস শরিফ উপলক্ষে ‘এস জেড এইচ এম ট্রাস্ট’-এর ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তাজকিয়ার উদ্যোগে “যুগ জিজ্ঞাসার আসর : Dispelling Misconceptions’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

১২ জানুয়ারি সোমবার ৪র্থ দিনের কর্মসূচি হিসেবে ভ্রান্ত ধারণা ভাঙ্গার লক্ষ্যে যুক্তি ও প্রমাণের আলোচনায় এবং সত্য অনুসন্ধানের যাত্রায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক ও এস জেড এইচ এম ট্রাস্টের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন
তাজকিয়ার সভাপতি মোহাম্মদ রমিজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইরফান হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ-সভাপতি ও যুগ-জিজ্ঞাসা আসর অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ জামশেদ আলম। তিনি এমন সময়োপযোগী ও চিন্তাশীল আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং আয়োজকদের প্রশংসা করেন।
সেমিনারে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. শাহীনুর রহমান। তিনি মানুষের চিন্তনের ত্রুটি, কগনিটিভ বায়াস ও সিদ্ধান্ত গ্রহণের সীমাবদ্ধতাগুলো ব্যাখ্যা করেন মনোবৈজ্ঞানিক ও নিউরোসায়েন্টিফিক দৃষ্টিকোণ থেকে।
সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ নুরুন্নবী আযহারী বলেন, আনুষ্ঠানিক ধর্মাচরণ, বাহ্যিক ধর্মীয়তা, পোশাক ও সৎ কাজ-অসৎ কাজ নিয়ে সমাজে প্রচলিত বিভ্রান্তিগুলো বাস্তবতা ও ধর্মীয় আলোকে বিশ্লেষণ করেন।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও সহকারী প্রক্টর মীর তরিকুল আলম ‘ব্রেইনওয়াশড: অদৃশ্য শিকল ভেঙে মুক্তির পথে’ আলোচনায় সমসাময়িক সামাজিক ও মানসিক প্রভাবগুলো গভীরভাবে তুলে ধরেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি মাসিক আলোকধারার সম্পাদক অধ্যাপক জহুর উল আলম জ্ঞান, আত্মসমালোচনা ও সচেতন চিন্তার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন প্রশ্নভিত্তিক চিন্তা ও ভ্রান্ত ধারণা ভাঙার সাংস্কৃতিক প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাজকিয়ার সভাপতি মোহাম্মদ রমিজ আলী। তিনি সমাপনী বক্তব্যে এ ধরনের চিন্তাশীল উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাজকিয়ার বিভিন্ন শাখার সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা এতে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available