• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৭শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৪:৩১:১৮ (11-Dec-2025)
  • - ৩৩° সে:

গাছ বিক্রি করে ভোট চাইলেন মাসুদুজ্জামান

১১ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:১৪:১০

সংবাদ ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: পাঁচ টাকায় বিক্রি হচ্ছে গাছ। সেটি কিনতে মানুষের প্রচণ্ড ভিড়। আর এই গাছ বিক্রির মাধ্যমে চলছে নির্বাচনী প্রচার।

Ad


১০ ডিসেম্বর বুধবার দিনভর এমন ব্যতিক্রমী আয়োজন ছিল নগরীর দেওভোগে নারায়ণগঞ্জ সিটি পার্কে। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামানের উদ্যোগে ছিল এই আয়োজন।

Ad
Ad

নগরীর নয়ামাটির বাসিন্দা প্রিয়ন্তি সাহা জানান, সকালে পার্কে হাঁটতে এসে জেনেছেন এখানে বেলা ১১টায় পাঁচ টাকায় গাছ বিক্রির বৃক্ষ মেলা শুরু হবে। তাই তিনি ঠিক ১১টায় এসে দাঁড়িয়েছিলেন। প্রিয়ন্তি বললেন, পাঁচটি গাছ কেনার ইচ্ছে ছিল। কিন্তু মানুষ এত বেশি ছিল যে, আমাকে দু’টির বেশি দেয়নি। একটি গোলাপ ও একটি গাঁদা ফুলের চারা কিনেছি।

বিকেল ৫টায় বৃক্ষমেলার একেবারে শেষ সময়ে গাছ কিনতে এসেছিলেন তল্লার বাসিন্দা শওকত হোসেন। তাঁর কাছে পাঁচ টাকায় গাছ বিক্রির পাশাপাশি মাসুদুজ্জামানের ভলান্টিয়াররা ভোট চাইলেন। গাছ কিনে শওকত হোসেন বলেন, মানুষ পোস্টার ব্যানার লাগিয়ে, জনসভা করে ভোট চায় দেখেছি। কিন্তু বৃক্ষমেলার আয়োজন করে ভোট চাওয়া– এটি নতুন একটি ব্যাপার। ভালো লাগল আইডিয়াটা।

বিষয়টিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর নারায়ণগঞ্জ শাখার সাধারণ সম্পাদক তারেক বাবু বলেন, নির্বাচনী প্রচারের মূল লক্ষ্য হচ্ছে মানুষের হৃদয় জয় করা। মাসুদুজ্জামানের উদ্যোগ খুবই ব্যতিক্রমী।

নিজের এই ব্যতিক্রমী উদ্যোগ সম্পর্কে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান বলেন, বেশি করে গাছ লাগালে আমরা সুন্দর পরিবেশ ফিরে পেতে পারি। রাজনীতিবিদদের কাজ শুধু রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করাই নয়, পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখাও আমাদের দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই আমি এই বৃক্ষমেলার আয়োজন করেছি। এটি পরিবেশের প্রতি আমার দায়বদ্ধতার প্রতীক। নির্বাচিত হলে আমি এই শহরের অনেক কাজের পাশাপাশি শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা নদী দূষণমুক্ত করা, বেদখল খাল উদ্ধার, শহরে সবুজায়ন বাড়ানো, বায়ুদূষণ রোধের কাজও করব। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us