মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

১৫ ডিসেম্বর সোমবার সকাল থেকে লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) শামসুজ্জামান খাঁনের অর্থায়নে এ ফ্রি চক্ষু সেবা ক্যাম্প শুরু হয়।


মিরপুর উপজেলার সিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে চক্ষু বিষয়ক বিভিন্ন সমস্যায় ভোগা সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করেন। সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী-পুরুষ সেবা নিতে ভিড় করেন।
আয়োজক সূত্রে জানা যায়, এ মানবিক উদ্যোগের আওতায় ভবিষ্যতে শুধু চক্ষু চিকিৎসাই নয়, গর্ভবতী মা, শিশু ও সাধারণ রোগীদের জন্যও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলের অসহায় ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুজ্জামান খাঁন দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। চিকিৎসা সেবার পাশাপাশি তিনি শীত মৌসুমে গরিব ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ, অসচ্ছল পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করে থাকেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available