• ঢাকা
  • |
  • সোমবার ৮ই পৌষ ১৪৩২ রাত ০৮:৪৮:১২ (22-Dec-2025)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে আড়তে জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা

২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:১১

সংবাদ ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বিষাক্ত কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে ফল পাকানোর দায়ে ৯ আড়তদারকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বিএসটিআই-এর অনুমোদনহীন একটি কেমিক্যাল কারখানা সিলগালা করা হয়েছে।

Ad

২২ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলার রাজেন্দ্রপুর ও জিঞ্জিরা এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

জানা যায়, রাজেন্দ্রপুর এলাকার ফলের আড়তগুলোতে দীর্ঘদিন ধরে কলাসহ বিভিন্ন মৌসুমি ফলে বিষাক্ত কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে বাজারজাত করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ জন আড়তদার ও ম্যানেজারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও জিঞ্জিরা এলাকায় ‘সিক্সটি ফোর’ নামক একটি কেমিক্যাল কারখানায় অভিযান চালানো হয়। সেখানে দেখা যায়, বিএসটিআই-এর কোনো অনুমোদন বা বৈধ লাইসেন্স ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছিল। এমনকি কোনো বিশেষজ্ঞ কেমিস্ট ছাড়াই অযোগ্য জনবল দিয়ে কাজ করানো হচ্ছিল এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কাঁচামাল ব্যবহার করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে কারখানাটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার উমর ফারুক সাংবাদিকদের বলেন, “অসাধু ব্যবসায়ীরা ফলে কেমিক্যাল মিশিয়ে মানুষের জীবন নিয়ে খেলছে। এছাড়া অনুমোদনহীন কারখানাগুলো জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।”

অভিযানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআই-এর প্রতিনিধি ও ফিল্ড অফিসার আলী আকবর সুহেল, কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ ও মাহবুব রহমানসহ পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক গণপিটুনিতে নিহত ২
২২ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:৪২:০৮






সংবাদ ছবি
যাত্রা শুরু করল ভোটের গাড়ি ‘সুপার ক্যারাভান
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০৪:০২

সংবাদ ছবি
কেরানীগঞ্জে আড়তে জরিমানা ও অবৈধ কারখানা সিলগালা
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:১১

সংবাদ ছবি
ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি
২২ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:৪০



Follow Us