মাল্টিমিডিয়া রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মিথ্যা ও হয়রানিমূলক ধর্ষণ চেষ্টা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে পঞ্চায়েত কমিটি ও এলাকাবাসী।

২১ ডিসেম্বর রোববার সকাল ১১টায় উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দাদের পক্ষে বক্তব্য দেন পঞ্চায়েত কমিটির সদস্য জয়নাল আবেদীন প্রধান।


সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, নাজিরপুর গ্রামের মরহুম সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (৫২) ও তার পরিবার সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। তিনি আরও দাবি করেন, গত এক বছর আগে গ্রামের বাসিন্দা আমির হোসেনের ছেলে শান্তর বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ চেষ্টার মামলা (মামলা নং–২৯ (০৩) ২০২৫) সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। প্রবাসী ভাতিজার কাছ থেকে অর্থ আত্মসাৎ এবং অনাদায়ে পারিবারিকভাবে চাপ সৃষ্টির উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
পঞ্চায়েত কমিটির আরেক সদস্য শাহজাহান বলেন, জাকির হোসেনের সুদের ব্যবসার কারণে বাদশাহ, দুদু মিয়া, দেলোয়ার, আ. রবসহ অন্তত ২০টি পরিবার বসতভিটা হারিয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১৯ ডিসেম্বর জুমার নামাজের পর নাজিরপুর কেন্দ্রীয় মসজিদে পঞ্চায়েত কমিটির বিচারে জাকির হোসেন উদ্ধত আচরণ করলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়। পরে জাকির হোসেন ও তার স্ত্রী পারভীন থানায় গিয়ে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যা অভিযোগ দায়ের ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করান বলে দাবি করা হয়।
পঞ্চায়েত কমিটি এসব সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available