 
                        
                        
                        
                        লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু (তেজস্বী) সেনা জোনের সফল অভিযানে দিঘীনালা উপজেলার চৌধুরীপাড়া এলাকায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে জোন কমান্ডারের নির্দেশনায় একটি টহলদল চৌধুরীপাড়া - দিঘীনালা রুটে বিশেষ অভিযান পরিচালনা করে।


বৃহস্পতিবার আনুমানিক তিনটার সময় অপারেশন দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে মনের মানুষ সংলগ্ন পূর্ব পাশের রোডে একটি গ্রুপ। চৌধুরীপাড়া হতে উত্তর দিকের রোডে অপর গ্রুপটি অভিযান শুরু করে।
তথ্য অনুসারে মনের মানুষ সংলগ্ন রোড দিয়ে চোরাকারবারি মালামাল নিয়ে যাওয়ার কথা। চোরাকারবারি দল সেনাবাহিনীর আগমন টের পেয়ে রাস্তা বদল করে চৌধুরীপাড়া রোডে আসতে থাকে। ৩টার দিকে সময় পথিমধ্যে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ি এলাকায় মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখে তাৎক্ষণিকভাবে বস্তা ফেলে পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়।
পরবর্তীতে সেনা টহলদলের কমান্ডারের নেতৃত্বে ফেলে যাওয়া বস্তাবন্দি অবৈধ মালামাল নজরে আসলে উক্ত এলাকা তল্লাশির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মালামালের বস্তা উদ্ধার করেন। যেখানে বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উক্ত পণ্যসমূহ দীঘিনালা খাগড়াছড়ি এলাকায় পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। 
চোরাকারবারিরা পালিয়ে গেলেও তাদের শনাক্তকরণ ও আটক প্রক্রিয়া চলমান রয়েছে। এ ছাড়া সম্পূর্ণ এলাকা বর্তমানে সেনাবাহিনীর কঠোর নজরদারির আওতাধীন।
লংগদু সেনা জোন কর্তৃক জানানো হয় যে, সীমান্ত এলাকাজুড়ে অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available