কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় দায়ের করা একটি মাদক মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আব্দুর রশিদকে (৫৬) রাজধানী ঢাকার হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

১৮ জানুয়ারি রোববার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।


দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই সাজাপ্রাপ্ত আসামিকে তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় ১৭ জানুয়ারি শনিবার দিবাগত রাতে হাতিরঝিলের মধুবাগ এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতার আব্দুর রশিদ কালাই পৌরশহরের সড়াইল মহল্লার আব্দুস সাত্তারের ছেলে।
কালাই থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ২০১৬ সালের ১৫ মার্চ মাদক বিক্রির অভিযোগে আব্দুর রশিদকে মাদকসহ গ্রেফতার করে কালাই থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত কার্যক্রম শেষে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘদিন ধরে সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে চলতি বছরের ২ জানুয়ারি আব্দুর রশিদ আদালতে অনুপস্থিত থাকায় দায়রা জজ আদালতের বিচারক তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
ওসি আরও জানান, সাজা ঘোষণার পর থেকেই আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে কালাই থানা পুলিশের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহায়তায় রাজধানীর হাতিরঝিল থানাধীন মধুবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারের পর রোববার দুপুরে তাকে কালাই থানায় আনা হয় এবং আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
দীর্ঘদিন পর সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতারের ঘটনায় স্থানীয় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মাদকবিরোধী অভিযান আরও জোরদার হবে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available