মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া-২ আসনে বিএনপির প্রাথমিক প্রার্থী পরিবর্তন করে সাবেক তিনবারের সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলামকে দেওয়ার দাবিতে গণমিছিল, রাস্তায় শুয়ে অবরোধ ও গণসমাবেশ হয়েছে।

২৫ নভেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর আমলা এলাকায় হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে ওই কর্মসূচি পালিত হয়।


এ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাবেক এমপির সমর্থকেরা উপজেলার আমলা এলাকায় জড়ো হন। তাঁদের হাতে ছিল ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড। মনোনয়ন পরিবর্তন করে অধ্যাপক শহীদুল ইসলামকে দেওয়ার দাবিতে সেখান থেকে তাঁরা গণমিছিল বের করেন। গণমিছিল শেষে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে নেতা-কর্মীরা শুয়ে রাস্তা অবরোধ করে রাখেন। পরবর্তীতে সেখানে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
গণসমাবেশে উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আশরাফুজ্জামান শাহীন বলেন, আসনটিতে পরিবর্তন না হলে সাংগঠনিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। দুঃসময়ে সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম দলের নেতা-কর্মী ও সমর্থকদের পাশে ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন। বিএনপির প্রাথমিক মনোনয়ন পরিবর্তন করে তাঁকে বিবেচনায় নেওয়ার জন্য দলের নীতিনির্ধারকদের কাছে তিনি জোর দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হলে অধ্যাপক শহীদুল ইসলামকে মনোনয়ন দিতে হবে। তিনি ছাড়া অন্য কারও পক্ষে নেতা-কর্মীরা মাঠে কাজ করবেন না। সমাবেশে বক্তারা আরও জানান, দলের মনোনয়ন পাওয়া রাগিব রউফ চৌধুরী’র বিগত ১৭ বছর কোনো হদিস ছিল না । তিনি দলের দুর্দিনে নেতা-কর্মীদের পাশে না থেকে ও দলীয় কর্মসূচি পালন না করে ঢাকায় আইনজীবি পেশায় ব্যস্ত দিন পার করেছেন। অধ্যাপক শহীদুল ইসলামের মত এমন নিবেদিত নেতাকে বঞ্চিত করে অরাজনীতিক একজনকে মনোনয়ন দেওয়ায় নেতা-কর্মীরা চরম হতাশ হয়েছেন।
এসময় পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আজাদুর রহমান আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, আমলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি তোফাজ্জেল হোসেন, মালিহাদ ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুর এ আল আমিন বুলবুল, ধুবইল ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, জেলা যুবদলের সহ-সভাপতি এমাদুল হক এমদাদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহিদ হাসান, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা, উপজেলা ছাত্রনেতা ফরিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available