• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ সকাল ১১:৪৫:১২ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

৫ শতাধিক সনাতন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের বিএনপিতে যোগদান

৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৩:৩৯

সংবাদ ছবি

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির মনোনীত নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি প্রার্থী ফজলে হুদা বাবুলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানিয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার শুরকালি মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফুল দিয়ে উপজেলা বিএনপির নেতাদের হাতে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। যোগদানের এই আয়োজন করে স্থানীয় মথুরাপুর-আধাইপুর বহুমুখী যুব কল্যাণ ক্লাব।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল। আজ যারা আমাদের দলে যোগ দিয়েছেন, তারা পরিবর্তনের পক্ষে দাঁড়িয়েছেন। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার ও স্বাধীনতায় বিশ্বাসী।’

যোগদানকারী নারীদের মধ্যে বক্তব্য রাখেন মথুরাপুর ইউনিয়নের সদস্য জগবতী রাণী, আর পুরুষদের মধ্যে লগেন কুজুর, সন্দীপ কেরকাটা, পরিনল কুজুর, প্রশান্ত দেবনাথ ও মনোরঞ্জন শীল। তারা বলেন, ‘আমরা দীর্ঘদিন উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। ফজলে হুদা বাবুল আমাদের এলাকার মানুষ এবং সব সময় আমাদের পাশে থেকেছেন। তাই তাকে ভালোবেসে বিএনপিতে যোগ দিয়েছি।’

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসানসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নেতারা জানান, এই গণযোগদান বদলগাছীতে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বাড়াবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে এবং ফজলে হুদা বাবুলের জনপ্রিয়তা বাড়াবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
অবসরের ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪৭:৩৮



সংবাদ ছবি
আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার
৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:৩৪:৩৮



Follow Us