রাঙামাটি প্রতিনিধি: সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে পর্যটন শহর রাঙামাটিতে নানামুখী তৎপরতা পরিচালনা করছে পুলিশ। প্রতিনিয়তই শহরে নারী ও শিশু নির্যাতন, মাদক সেবী ও ইয়াবা কারবারিদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় একমাসে অন্তত ১২০ জনকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ। এই সময়ে থানায় ১৫টি মামলা দায়ের করা হয়েছে।

থানা থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত একমাসে রাঙামাটি শহর থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৬৩ জনকে। নিয়মিত মামলায়-২১জন, ওয়ারেন্ট তামিল-১৩, ও সাজাপ্রাপ্ত-৪ জন, নারী ও শিশু নির্যাতন মামলায়-১ জনসহ মোট ১২০ জনকে গ্রেফতার করেছে রাঙামাটির কোতয়ালী থানা পুলিশ।


থানা সূত্র জানায়, নারী ও শিশু নির্যাতন মামলা-৩টি, বিশেষ ক্ষমতা আইনে-২টি, মাদকের মামলা-৫টি ও অন্যান্য অভিযোগে ৫টি মামলাসহ মোট-১৫টি মামলা দায়ের হয়েছে। ওয়ারেন্ট নিষ্পত্তি হয়েছে ৬৬টি, মামলা নিষ্পত্তি হয়েছে ২৫টি।
এছাড়াও এক মাসে অবৈধ বিদেশী সিগারেট পাঁচারে জড়িত ২টি অটোরিক্সা, ১২৩ বক্স অবৈধ সিগারেট, ১১২ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৯লিটার চোলাই মদ জব্দ করেছে কোতয়ালী থানা পুলিশ।
উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন বলেন, “রাঙামাটিকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত পর্যটন শহর হিসেবে গড়ে তুলতে পুলিশ সুপার ড. ফরহাদ হোসেন এর নির্দেশনায় আমরা প্রতিনিয়তই মাঠে আছি। নারী ও শিশু নির্যাতন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা ইতোমধ্যে বেশ কিছু সাফল্য পেয়েছি, যা আগামী দিনে আরও জোরদার হবে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না জানিয়ে ওসি বলেন, পর্যটন নগরী রাঙামাটি শহরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে হলে অত্রাঞ্চলের সচেতন নাগরিকদের অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে; এই ক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ন গোপন রাখবে পুলিশ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available