• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:৩১:৫৮ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গামাটিতে খালেদা জিয়ার জন্য বৌদ্ধ বিহারে সুস্থতা কামনা

৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০৭:৪৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে রাঙ্গামাটিতে বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ নভেম্বর শুক্রবার বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের আসামবস্তী বৈল্যা শাক্যমনি বৌদ্ধ বিহারে এক বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুপক দেওয়ানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, জুরাছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি ধনপূর্ণ চাকমা, এম ট্যাবের বিভাগীয় সভাপতি সুইট চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি মারুতি বিকাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে পঞ্চশীল গ্রহণ ও মঙ্গলসূত্র পাঠ করা হয়।

রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ হয়ে শয্যাশায়ী অবস্থায় রয়েছেন। রাঙ্গামাটির গণমানুষের নেতা অ্যাডভোকেট দীপেন দেওয়ানের নির্দেশে আমরা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই প্রার্থনার আয়োজন করেছি। আজকের আয়োজনে উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বিএনপি চেয়ারপার্সনের  রোগমুক্তি ও সুস্থতা কামনা করে প্রার্থনা করেছেন। আমরা আশা করছি তিনি সুস্থ হয়ে অতিদ্রুত আমাদের মাঝে ফিরে আসবেন।

উপস্থিত নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের জনগণের নেত্রী, তার সুস্থতার জন্য পুরো জাতি আজ প্রার্থনা করছে। তারা বর্তমানে এই সংকটময় সময়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us