কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক রাতে ধারাবাহিকভাবে একাধিক স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

১৮ জানুয়ারি রোববার গভীর রাতে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নির্বাচনী কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয় বলে অভিযোগ উঠেছে। এতে কার্যালয়ের কিছু আসবাবপত্র ও কাগজপত্র পুড়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।


একই রাতে কালিকাপুর ইউনিয়নের সমেষপুর নির্বাচনী অফিস, শুভপুর ইউনিয়নের গাছবাড়িয়া নির্বাচনী অফিস এবং গাছবাড়িয়া এলাকার জামায়াত সমর্থক ব্যবসায়ী নাছির উদ্দিনের মুদি দোকানেও আগুন দেওয়া হয়। এছাড়া বাতিসা ইউনিয়নের নানকরা এলাকায় অবস্থিত আয়েশা ছিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার ছাত্রী পরিবহন বাসে রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করা হয়। মাদ্রাসার নিরাপত্তাকর্মী ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সবগুলো ঘটনাই রাতের আঁধারে সংঘটিত হওয়ায় দুর্বৃত্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ঘটনাগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে বলে স্থানীয়দের ধারণা।
ঘটনার পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহল দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেপ্তার ও এসব ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, গতকাল রাতে চৌদ্দগ্রাম বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনি অফিস ভাঙচুর করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয় শুনেছি, কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available