• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ১০:২৫:২৯ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা

৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কসবা উপজেলায় ব্যাপকভাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজ শেষে কসবা সদরের আড়াইবাড়ি মসজিদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

Ad
Ad

কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান পিপির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল, আখাউড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ইমু, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ কবীর আহমেদ ভূঁইয়া বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর রোগমুক্তির জন্য দোয়া করছেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুন- এ কামনাই করছি।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে দুঃসময়ে, নিপীড়নের মুহূর্তে যারা জীবন-ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলেন— তাঁদের প্রতি হাইকমান্ডের সুদৃষ্টি থাকবে বলে আমরা প্রত্যাশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।”

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ঐক্য, এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কসবায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২৮:০৪

সংবাদ ছবি
খোকসায় তিনটি আগ্নেয় অস্ত্র উদ্ধার
৫ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:২২:২৩



সংবাদ ছবি
ঢাকা ৩ আসনে অধ্যক্ষ মো. শাহিনুর ইসলাম’র গণমিছিল
৫ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:৫১


Follow Us