দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ হাফিজ ইব্রাহিম এর মনোনয়নপত্র দাখিল উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

২৮ ডিসেম্বর রোববার বেলা সাড়ে ১২টায় টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয় সামনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।


উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- হাফিজ ইব্রাহিমের প্রতিনিধি ও দৌলতখান বিএনপির রাজনৈতিক সমন্বয়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, নিজাম উদ্দিন ভূঁইয়া, গোলাম কবির স্বপন, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ কুট্রি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল বশির কমিশনার, সাধারণ সম্পাদক গোলাম আকবর পলিন, যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল প্রমুখ।
অনুষ্ঠানে অসুস্থ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে প্রত্যাবর্তন এবং হাফিজ ইব্রাহিমের জন্য দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available