• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ বিকাল ০৩:১৪:১১ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল

১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১০:২৬

বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। সমাধিস্থলে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে মানুষের ঢল নেমেছে।

Ad

১ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টার পর রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিস্থল উন্মুক্ত করে দেয়া হয়।

সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম জিয়ার সমাধিস্থলে এসে মরহুমের আত্মার মাফিরাত কামনা দোয়া করছেন নানা বয়সি মানুষ। কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আবার অনেককে একপাশে বসে কোরআনা পড়তেও দেখা গেছে।

গণতন্ত্রের অপসহীন নেত্রীর কবর একনজর দেখতে এবং দোয়া করতে সকাল থেকে জিয়া উদ্যানের আসতে থাকেন সাধারণ মানুষসহ দলীয় নেতাকর্মীরা। তবে অনুমতি না থাকায় ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়নি পুলিশ। সমাধিস্থলে যেতে না পেরে অনেকে সড়কে দাঁড়িয়ে দোয়া মোনাজাত করেন।

গত ৩১ ডিসেম্বর বুধবার বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন সম্পন্ন হয়। 

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।

Ad
Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:১৬:৪৭



নতুন বছরে সঞ্চয়পত্র নিয়ে সরকারের দুঃসংবাদ
নতুন বছরে সঞ্চয়পত্র নিয়ে সরকারের দুঃসংবাদ
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫৮:৫৩


Follow Us