নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের সাবেক সংসদ সদস্য ও বিকন গ্রুপের কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ এবাদুল করিম বুলবুল আজ ১১ ডিসেস্বর বৃহস্পতিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর; তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন।


পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বিভিন্ন কারণে মানসিক চাপে ভুগছিলেন, ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক মামলার কারণে আত্মগোপনে ছিলেন। তিনি সম্প্রতি ব্রেন স্ট্রোক করে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ছিলেন, বৃহস্পতিবার সকালে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন।
মরহুমের জানাজা আজ বাদ আছর গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। তিনি এই মসজিদে নিয়মিত নামাজ আদায় করতেন। এরপরে ঢাকাতেই তার দাফন হবার কথা রয়েছে।
তার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শোক প্রকাশ করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available