• ঢাকা
  • |
  • শনিবার ২০শে পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৪:৩০ (03-Jan-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:১১

ঢাকা-৬ আসনে ইশরাক হোসেনের মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৬ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা বিভাগের কমিশনার।

Ad

৩ জানুয়ারি শনিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

Ad
Ad

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় ইশরাক হোসেন বলেন, ‘ধানের শীষ প্রতীক নিয়ে আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের শুনানি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।’

তিনি জানান, শুনানি শেষে বিভাগীয় কমিশনার প্রার্থীদের আচরণবিধি মেনে চলা, নির্ধারিত সময়ের আগে প্রচার-প্রচারণা না করা এবং যত্রতত্র পোস্টার ও ব্যানার না লাগানোর বিষয়ে দিকনির্দেশনা দেন। একই সঙ্গে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হতে উৎসাহিত করার আহ্বান জানানো হয়।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, বর্তমান নির্বাচনি পরিবেশ সম্পর্কে তিনি সন্তুষ্ট। অতীতে প্রশাসনের দলীয় আচরণ দেখা গেলেও বর্তমানে সব প্রার্থীর প্রতি নিরপেক্ষতা লক্ষ করা যাচ্ছে, যা একটি ইতিবাচক পরিবর্তন।

তিনি আরও বলেন, একটি বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি
ফয়সালের ভিডিও পরীক্ষা-নিরীক্ষা করছে ডিএমপি
৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:৪৭






সেনবাগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
সেনবাগে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন
৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৫





Follow Us