• ঢাকা
  • |
  • শুক্রবার ২৮শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:৫৯:৩৯ (12-Dec-2025)
  • - ৩৩° সে:

রাজধানীর উত্তরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

১২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩৪:০৯

সংবাদ ছবি

উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর মাঠে রুয়াপ ওয়েলফেয়ার সোসাইটি এবং ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Ad

১২ ডিসেম্বর শুক্রবার আয়োজিত এই স্বাস্থ্যসেবামূলক ক্যাম্পে স্থানীয় বাসিন্দারা নানা শারীরিক সমস্যার পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করেন। রুয়াপ সোসাইটিতে বর্তমানে ৬ হাজারের বেশি পরিবার বসবাস করছে। ক্যাম্পে এসে তারা বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য ঢাকা স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Ad
Ad

মেডিকেল ক্যাম্পে দায়িত্ব পালন করেন বেশ কয়েকজন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক। তাদের মধ্যে ছিলেন উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগীয় অধ্যাপক ড. দেবাশীষ বিশ্বাস এবং প্রতিষ্ঠানটির ইউরোলজি বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ড. সাব্বির আহমেদ খান। এছাড়াও বিভিন্ন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরাও ক্যাম্পে অংশগ্রহণ করেন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, “মহান বিজয় দিবস উপলক্ষে রুয়াপের সঙ্গে যৌথভাবে এই ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করতে পেরে আমরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানুষের কল্যাণে এরকম সেবা ভবিষ্যতেও উত্তরার বিভিন্ন সেক্টরে ধারাবাহিকভাবে চালু থাকবে।”

স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ এবং চিকিৎসকদের আন্তরিক সেবায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পটি একটি সফল ও মানবিক উদ্যোগ হিসেবে এলাকাবাসীর প্রশংসা অর্জন করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us