নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় কয়েকটি জায়গায় একযোগে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। যার মধ্যে রয়েছে সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় এবং কাছাকাছি এলাকায় শিল্পকলা একাডেমি ও কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনের সড়ক। তবে এসব বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে শুরু করে অল্প সময়ের মধ্যে ককটেল বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। এতে এসব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।


বিস্ফোরণের ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রমনা থানার এসআই আব্দুল কাদির। তিনি বলেন, ‘দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সেখানে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, ‘দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহত নেই। যারা ঘটনা ঘটিয়েছে, তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available