নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ঢাকা-১৩ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজের নাম।
বিএনপি সূত্রে জানা গেছে, ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আনুষ্ঠানিকভাবে ববি হাজ্জাজকে পরিচয় করিয়ে দেন দলের সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে। তিনি বলেন, ববি হাজ্জাজ যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা এবং জোটের প্রার্থী হিসেবে তিনি জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশ নেবেন।
এই পরিচিতি সভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থেকে উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন — যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, মহিলা দল এবং ছাত্রদলের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
ঢাকা-১৩ আসনের আওতাধীন সকল থানা ও সাতটি ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন এনডিএম মহাসচিব মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম বিভাগীয় সম্পাদক সাকিব আহমেদ ও ব্যারিস্টার শোভন মাহমুদ।
বক্তারা বলেন, বিএনপি ও এর সমর্থিত: জোট সরকারের অন্যায় ও দমননীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে, এবং ঢাকা-১৩ আসনে ববি হাজ্জাজের প্রার্থিতা সেই ঐক্যের প্রতীক।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available