নিজস্ব প্রতিবেদক: সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যুব সমাজ খিলগাঁও এর ৩১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।
৩১ আগস্ট রোববার সন্ধ্যায় আমরা যুবসমাজ খিলগাঁও এর নিজস্ব কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
এতে নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কাজী করিমউল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. রতন।
এছাড়াও কমিটিতে নির্বাচিত হয়েছেন সিনি. সহ-সভাপতি মো. খাইরূল বাহাদুর, সহ-সভাপতি কামাল হোসেন সুরুজ, সহ-সভাপতি নূর সাইদ রাসেল, যুগ্ন সম্পাদক মো. সাইফুল ইসলাম, যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাদেক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল মৃধা, সহ-সাংগঠনিক মোহাম্মদ রিয়াদ হোসেন, কোশাধ্যক্ষ রেজাউল করিম রাজিব, মোহাম্মদ রাজু , মোহাম্মদ তুষার, প্রচার সম্পাদক আব্দুস সালাম কবির, প্রচার সম্পাদক মো. গাজী লতিফ।
জানা যায়, আমরা যুবসমাজ খিলগাঁও সংগঠনটি দীর্ঘদিন ধরে খিলগাঁও এলাকার বিভিন্ন ওয়ার্ডে সামাজিক কর্মকাণ্ড করে আসছে। উলেখ্যযোগ্য হলো- রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, ইফতার বিতরণ ও ধর্মীয় সামাজিক এলাকাভিত্তিক উন্নয়নমূলক কাজ।
নব-নির্বাচিত সভাপতি কাজী করিমউল্লাহ বলেন, সমাজের দরিদ্র, নিপীড়িত, অসহায়, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আমরা নিরলস ভাবে পরিশ্রম করে যাবো। এছাড়াও তরুণ নেতৃত্ব তৈরি ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাবো। এই সংগঠন মানুষের কল্যাণে সর্বদা কাজ করবে। আমরা যুব সমাজ খিলগাঁও সামাজিক সংগঠনটি অর্থের অভাবে কারণে ঝড়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্বসহ কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে যাবে। সম্মিলিত সাহায্য দানে সংগঠনটি এগিয়ে যাবে মানব কল্যাণে এমন আশাব্যক্ত করেন সংগঠনটির কমিটির নেতৃবৃন্দরাও।
নব-নির্বাচিত নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available