নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদ ৭ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
২০ আগস্ট বুধবার সকাল ১১ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার সংরক্ষণের ৭ দফা দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক, পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পলিটেকনিক শিক্ষক, শিক্ষার্থী ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, ১৯৭৮ সালে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য 'উপ-সহকারী প্রকৌশলী/সমমান' নির্ধারণ করে এবং উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৩৩% সংরক্ষণ করে। পরবর্তীতে ১৯৯৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত "উপ-সহকারী প্রকৌশলী পদটি ১০ম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দেয়া হয়।
এছাড়া, বিএনবিসি-২০২০ এ প্রকৌশলী সংজ্ঞায় বিএসসি প্রকৌশলী ও ডিপ্লোমা প্রকৌশলী নির্ধারণ করা হয়েছে। কিন্তু জুলাই বিপ্লব উত্তর বৈষম্যমুক্ত বাংলাদেশ নির্মাণে যখন জাতি এগিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রকৌশলী অধিকার আন্দোলন এর ব্যানারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদটি সবার জন্য উন্মুক্তকরণ, সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি রোহিত করে সরাসরি নিয়োগ প্রদান এবং বিএসসি ইঞ্জিনিয়ার বাতিত অন্য কেউ প্রকৌশলী পদবী ব্যবহার নিষিদ্ধের দাবিতে অযৌক্তিক আন্দোলন করে প্রকৌশল শিক্ষা ও কর্মাঙ্গনে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। যা অপ্রত্যাশিত ও অনাকাংখিত। তারা এ ধরনের ন্যাক্কারজনক দাবি প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্ববান জানান। নেতৃবৃন্দ অবিলম্বে সংগ্রাম পরিষদের ৭ দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন থেকে প্রকৌশল কর্ম ও শিক্ষাঙ্গনের স্থিতিশীলতা রক্ষায় উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদ বিদ্যমান প্রজ্ঞাপনের আলোকে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণ রাখা, উপ-সহকারী প্রকৌশলী হতে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতি ৫০% এ উন্নীত করা, যুগের চাহিদা অনুযায়ী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কারিকুলাম ইংরেজি ভার্সনে আধুনিকায়ন, সকল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট, টিএসসিতে ১:১২ অনুপাতে শিক্ষক শিক্ষার্থী বিবেচনায় শিক্ষক স্বল্পতা দূরীকরণ, ইঞ্জিনিয়ারিং কর্মক্ষেত্রের গুণগত মানোন্নয়ন ও গবেষণা কার্যক্রমকে উদ্বুদ্ধকরণে প্রকৌশল কর্মক্ষেত্রে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন, মেধার অপচয় রোধে প্রকৌশল ক্যাডার ব্যতিত অন্যান্য ক্যাডারে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রবেশ আইন করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টীম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন এবং সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
কর্মসূচিতে বক্তব্য সংগ্রাম পরিষদের আহ্ববায়ক প্রকৌ. মো. আখেরুজ্জামান, সদস্য সচিব প্রকৌ. মো. ইমাম উদ্দিন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. মো. কবীর হোসেন, প্রকৌ, মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রকৌ, মির্জা মিজানুর রহমান, প্রকৌ. মো. সোলায়মান (ভিপি), প্রকৌ, মনিরুজ্জামান, প্রকৌ, মোস্তাফা কামাল, প্রকৌ. মো. শাহবুদ্দিন সাবু, প্রকৌ, মো. জিল্লুর রহমান খান, প্রকৌ, মীর হোসেন পাটওয়ারী, প্রকৌ, মোহা. আলমগীর হোসেন, প্রকৌ আব্দুল্লাহ আল হামিদ নীরব, প্রকৌ, পারভেজ মোশারফ রাড়ী, প্রকৌ, মমিনুল ইসলাম, প্রকৌ. মো. রায়হান মিয়া, প্রকৌ, প্রকৌ. মো. তুহিনুজ্জামান, প্রকৌ, মো. আবু হানিফ, প্রকৌ, মুরাদ হোসেন, প্রকৌ, খোরশেদ আলম, ছাত্রনেতা রহমত উল্লাহ শিহাব, জুবায়ের পাটওয়ারী, রমজান আলী, হাবিবুর রহমান, রিয়াজুল, জাহিদ, রাহাত, তানভীর, প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available