• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা ভাদ্র ১৪৩২ সকাল ১১:৪৫:০৫ (19-Aug-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক নেতা শরীফুল আটক

১৯ আগস্ট ২০২৫ সকাল ০৮:৫৯:৪১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ওয়ারী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এফএম শরীফুল ইসলামকে (৪২) আটক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি সাইবার বিভাগ।

১৮ আগস্ট সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর ওয়ারী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি দল জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ওই সাবেক নেতা ওয়ারী এলাকায় অবস্থান করছেন।

পরে বিকেল ৪টা ৪৫ মিনিটে সিটি সাইবার বিভাগের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক শরীফুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ