নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

১১ নভেম্বর মঙ্গলবার দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


বিএনপির কর্মসূচি
দুপুর ১২টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দুপুর আড়াইটায় নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের নিচ তলায় বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিকেল ৩টায় জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে তাঁতি দল আয়োজিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিকেল ৩টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
এনসিপির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ চাষাড়ায় সমবায় ব্যাংক ভবনের সামনে নারায়ণগঞ্জ জেলা কার্যালয় উদ্বোধন এবং নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সংবাদমাধ্যমের সঙ্গে মতবিনিময় করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
জুলাই ঐক্যের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে খুনি হাসিনার রায়, জুলাই সনদ বাস্তবায়ন ও বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করবে জুলাই ঐক্য।
অন্যান্য
সন্ধ্যা ৬টায় লা মেরিডিয়ান ঢাকার স্কাই বলরুমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) একটি জাতীয় সম্মেলনের আয়োজন করেছে।
এতে উপস্থিত থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন, ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available