• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা আশ্বিন ১৪৩২ রাত ০১:৩৮:৫৯ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

উত্তরা বিআরটিএ অফিসের ৪ দালালের কারাদণ্ড

১১ জুলাই ২০২৪ সকাল ০৮:৪২:১১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জনসাধারণের হয়রানি দূর করার লক্ষ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে দালাল চক্রের ৪ জনকে আটক করে বিভিন্ন দণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

১০ জুলাই বুধবার সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-৩ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা প্রত্যেকেই আদালতে তাদের দোষ স্বীকার করেন এবং তাদেরকে এক মাসের বিনাশ্রম কারা দণ্ডাদেশ প্রদান করেন বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালীন প্রতারক চক্রের অন্য সদস্যরা দ্রুত পালিয়ে যায়।

আটক হওয়া ৪ দালাল হলেন, ১. জনি চৌধুরী (৩০), পিতা আব্দুল মানান। ২. মো. সালেহ আকরাম (৪২), পিতা মৃত সোবহান। ৩. আবু বকর (১৯), পিতা আব্দুর রশিদ। ৪. মো. রিয়াজ হোসেন (২৪) পিতা নজির উল্ল্যাহ।

এ বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটি ম্যাজিস্ট্রেট আনিসুজ্জামান বলেন, প্রতারক চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিআরটিএ অফিসে আগত গ্রাহকদের কাছ থেকে দ্রুত কাজ করিয়ে দেওয়ার নাম করে কাগজপত্র, টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায়। তাই দালাল ও প্রতারকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে, ভবিষ্যতেও থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
হাবিপ্রবি ইংলিশ ক্লাবের নেতৃত্বে ইমরান-ফাইজ
১৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:০২:০৬



সংবাদ ছবি
অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
১৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:০২





সংবাদ ছবি
নওগাঁয় মহিলাসহ চার ভুয়া পুলিশ গ্রেফতার
১৮ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯