• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০২:৪৮:৩২ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

নবীনগর সদরে আবারও গুলিবর্ষণ, আহত ১

১৩ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:১৩:১৮

সংবাদ ছবি

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় এক ধরনের আতংক বিরাজ করছে। ১২ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলা সদরের আদালত সড়কের কালীবাড়ির সামনে ঘটা এই ঘটনায় এক যুবক গুলিবিদ্ধ হন।

Ad

প্রত্যক্ষদর্শী জানায়, সন্ধ্যার দিকে ১০-১২ জন যুবক অটো রিকশাযোগে কালীবাড়ির সামনে পৌঁছালে অপর প্রান্ত থেকে আরও কয়েকজন যুবক সেখানে আসে। এ সময় ‘ধর ধর’ বলে চিৎকার করতে করতে তারা গুলি ছোড়া শুরু করে।

Ad
Ad

এতে রাফি (২১) নামের এক যুবক গুলিবিদ্ধ হন। হঠাৎ এই পরিস্থিতিতে আদালত সড়কসংলগ্ন সব দোকানপাট মুহূর্তেই বন্ধ হয়ে যায়। ঘটনার পরপরই হামলাকারীরা এলাকা ত্যাগ করে। এসময় ঘটনাস্থলে দুই রাউন্ড তাজা গুলি পড়ে থাকতে দেখা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য সহকারী শফিকুল ইসলাম জানান, রাফির বুকে গুলি লেগেছে। তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালের রেজিস্টারে তার বাবার নাম হেলাল মিয়া, বাড়ি উপজেলার শাহবাজপুর (মাঝিকাড়া) এলাকায় বলে উল্লেখ আছে।

এ বিষয়ে পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ বলেন, ‘ঘটনার পরপরই নবীনগর সার্কেলের এডিশনাল এসপি ও থানার ওসির নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।’

প্রসঙ্গত, দুই মাস আগে নবীনগর সদরে বিএনপি নেতা মফিজুর রহমান মুকুল বাসার সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছিলেন। এর রেশ কাটতে না কাটতেই আবারো গুলির ঘটনা ঘটেছে। তাতে এলাকায় এক ধরনের ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us