• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ রাত ০২:৫৮:০৯ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

১০ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৬:৪৩

সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগট টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সাটিফিকেট জব্দ করা হয়েছে।

Ad

আসামীদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র এবং চাকরি দেয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।

Ad
Ad

গ্রেফতাররা হলেন, টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩), একই উপজেলার নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।

গ্রেফতারদের মধ্যে জয়নাল আবেদীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী প্রশাসনিক (শিশু কল্যাণ) কর্মরত।

৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা ৭টায় র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, ৮ জানুয়ারি বৃহস্পতিবার  ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুবকে গ্রেফতার করে। মাহবুবকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ৮ জানুয়ারি বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেফতার করে। পরে বেল্লাল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, আল আমিন এবং অপূর্ব ব্যানার্জীকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়। গ্রেফতার আসামীদের নামে শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মামলা দায়ের করেছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us