নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর তুরাগ থানাধীন বেড়িবাঁধ এলাকা হতে সেনা অভিযানে ৩টি রাইফেল, ১টি দেশীয় পিস্তল এবং ৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করেছে।

২০ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেড এ অভিযান পরিচালনা করে।


অভিযান সূত্রে জানা যায়, অভিযানে ৩টি ৩০৩ (থ্রি নট থ্রি) রাইফেল, ১টি দেশীয় পিস্তল এবং ৫ রাউন্ড শর্টগান কার্টিজ উদ্ধার করা হয়। আসন্ন নির্বাচন উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাশাপাশি নাশকতার কাজে ব্যবহারের জন্য এসব অস্ত্র ও গোলাবারুদ পরিবহন করা হচ্ছিল বলে তথ্য পাওয়া যায়। অবৈধ অস্ত্রের সাথে সংশ্লিষ্ট অপরাধীদের গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অপরাধমূলক কর্মকাণ্ডের যে কোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে অনুরোধ জানানো যাচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available