• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৫ই কার্তিক ১৪৩২ সকাল ১১:১৬:৫৬ (30-Oct-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে মাঠ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

৩০ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৪২:৩২

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের রাঙ্গিয়ার পোতা গ্রামের মাঠ থেকে ইসাহাক আলী (৬৫) নামের এক কৃষকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকালের দিকে সদর উপজেলার বংকিরা-রাঙ্গিয়ারপোতা সড়কের বটদাড়ির মাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহত ইসাহাক আলী একই উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।

Ad

স্থানীয়রা জানায়, সকালে রাস্তার পাশে ধান ক্ষেতের আইলে ইসাহাক আলীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। পরে তারা খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজনদের দাবি, হত্যাকারীরা হাত-পা বেঁধে ইসাহাক আলীকে হত্যা করেছে। এ ঘটনায় তারা মামলা করবেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান নিহতের পরিবার ।

ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাহাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে দুর্বৃত্তরা। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনার কাজ চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
‘৫ আগস্টে আমরা পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছি’
৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৪:৩৯








সংবাদ ছবি
আজকের যত খেলা
৩০ অক্টোবর ২০২৫ সকাল ১০:২৬:০১



Follow Us