• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৮:৩৬ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

টানা দ্বিতীয় জয় পেল মুস্তাফিজের দুবাই

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৮:০৬

সংবাদ ছবি

স্পোর্টস ডেস্ক: আইএলটি-২০তে টানা দ্বিতীয় জয়ের দেখা পেল দুবাই ক্যাপিটালস। আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছেন তারা। উইকেটের দেখা পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান।

Ad

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় আবুধাবি নাইট রাইডার্স। ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনারের উইকেট হারায় দুবাই। এরপর শায়ান জাহাঙ্গীর ও জর্ডান কক্স মিলে গড়েন ১১৬ রানের জুটি। ২৯ রান আসে কক্সের ব্যাট থেকে।

Ad
Ad

এরপর ঝড় তোলেন রভম্যান পাওয়েল। অন্যপ্রান্তে সেঞ্চুরির খুব কাছে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে শায়ানের। ৫৪ বলে ১০ চার ও ৫ ছক্কায় ৯৯ রান করেন তিনি। ২৪ বলে অপরাজিত ৩৮ রানের ইনিংস খেলেন পাওয়েল। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৯৬ রান সংগ্রহ করে দুবাই ক্যাপিটালস।

রান তাড়ায় করতে নেমে ইনিংস বড় করতে পারেননি হেলস। অল্পতেই থেমেছেন শেরফন রাদারফোর্ড ও লিয়াম লিভিংস্টোন। এদিন বেশ খরুচে ছিলেন মোস্তাফিজ। যদিও পাওয়ার প্লেতে করা ২ ওভারে ১৫ রান দেন তিনি। অন্যদিকে নাইট রাইডার্সের ওপেনার সল্ট থেমেছেন ৩৩ রানে। এরপর টানা উইকেট হারালেও আবুধাবিকে ম্যাচে রাখেন আলিশান শরাফু ও আন্দ্রে রাসেল।

আলিশান করেন ১৪ বলে ২৬ রান। এরপর জেসন হোল্ডারকে নিয়ে লড়াই চালান রাসেল। ১৬তম ওভারে বোলিংয়ে এসে ১৮ রান দেন মোস্তাফিজ। এরপর ১৮তম ওভারে সাজঘরে ফেরান ৯ বলে ২২ রান করা জেসন হোল্ডারকে। সবমিলিয়ে ৪ ওভারে ৪৭ রান দিয়ে ১ উইকেট শিকার করেন বাংলাদেশি তারকা। শেষ ওভারে ২৬ রানের সমীকরণ মেলাতে পারেননি রাসেল। তিনি অপরাজিত ছিলেন ৩৩ বলে ৫৩ রান করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক
১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:১৪




সংবাদ ছবি
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:৫৮



সংবাদ ছবি
পাথরঘাটায় হরিণের মাংসসহ আটক ১
১৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৩:১৩



Follow Us