• ঢাকা
  • |
  • শনিবার ১১ই মাঘ ১৪৩২ রাত ০৯:১০:৪০ (24-Jan-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

২৪ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:১৬:৪২

চট্টগ্রামে তারেক রহমানের মহাসমাবেশ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ২১ বছর পর বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফর ও ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের মহাসমাবেশকে কেন্দ্র করে এখন উৎসবমুখর পুরো চট্টগ্রাম।

Ad

২৪ জানুয়ারি শনিবার সকালে পলোগ্রাউন্ড মাঠে গিয়ে দেখা যায়, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ চলছে দ্রুতগতিতে।

Ad
Ad

মাঠের ভেতরে চেয়ার স্থাপন, ব্যারিকেড তৈরি এবং নেতা-কর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট করার কাজ তদারকি করছেন দায়িত্বশীলরা। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সমাবেশস্থলে নেওয়া হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ব্যবস্থা ও স্থাপন করা হয়েছে অস্থায়ী শৌচাগার।

মহাসমাবেশের প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি মাঠের অবকাঠামো, নিরাপত্তা ও জনদুর্ভোগ লাঘবের বিষয়গুলো খতিয়ে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দিয়ে মেয়র বলেন, ‘চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ নগরী। এই মহাসমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এবং জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সমাবেশটি শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন করতে আমরা সবার সহযোগিতা কামনা করছি।’

মহাসমাবেশকে ঘিরে বন্দরনগরীতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। জনশৃঙ্খলা রক্ষায় সিএমপি অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৯ ধারার ক্ষমতাবলে ২৪ ও ২৫ জানুয়ারি মহানগর এলাকায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া অননুমোদিত ড্রোন উড্ডয়ন এবং রাষ্ট্রবিরোধী কোনো প্ল্যাকার্ড বা বস্তু প্রদর্শনেও কঠোর নিষেধাজ্ঞা রয়েছে।

পুলিশ জানিয়েছে, আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় সূত্র জানিয়েছে, রোববার (২৫ জানুয়ারি) এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ২১ বছর পর তার চট্টগ্রাম আগমনকে ঘিরে নগরী ও পাশের জেলাগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

বিএনপি নেতারা আশা করছেন, পলোগ্রাউন্ডের এই মহাসমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে কর্মসূচিটি সফল হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান
২৪ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪৭:২০



নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় এএসআইসহ ৪ মাদক কারবারি গ্রেফতার
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৭:৩৩




আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
আবারও বিয়ে করলেন পর্দার ‘পাখি’
২৪ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:০০


Follow Us