 
                        
                        
                        
                        নিজস্ব প্রতিবেদক: সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে আরও ১ হাজার ২৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

৩১ অক্টোবর শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।


তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৮০৪ জন। এ ছাড়া অন্যান্য ঘটনায় ৪৫২ জন গ্রেপ্তার হয়েছে। সবমিলিয়ে মোট ১২৫৬ জন গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে ২টি চাইনিজ কুড়াল, ১টি হাসুয়া, ৫ রাউন্ড গুলি, ১টি বিদেশি রিভলভার, ১টি কার্তুজ, গুলির ১টি খণ্ডিত অংশ ও ১টি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available