• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ ভোর ০৪:৫৩:২৯ (23-Nov-2025)
  • - ৩৩° সে:

লালপুরে সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীদের মানত

২২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:০৭:৩২

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোঁসাইজীর আশ্রমে নবান্ন উৎসবকে কেন্দ্র করে এবারও ভিন্নধর্মী একটি দৃশ্য দেখা গেছে। সন্তান লাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে আসা বহু নিঃসন্তান নারীরা আশ্রমের শতবর্ষী বটগাছের নিচে ভেজা আঁচল পেতে প্রার্থনায় মনোনিবেশ করেন।

Ad

২২ নভেম্বর শনিবার সকাল থেকে দিনব্যাপী উৎসব চলাকালে আশ্রম প্রাঙ্গণে ভিড় করেন অসংখ্য নারী-পুরুষ। সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে থাকা নারীরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে অপেক্ষা করছিলেন-গাছের কোনো ফল বা পাতা তাদের আঁচলে পড়লে তা সন্তান লাভের লক্ষণ বলে বিশ্বাস করেন তারা। আশ্রমে থাকা এক নারী বৈষ্ণব তাদের দেখভালের দায়িত্বে ছিলেন।

Ad
Ad

এক নারী ভক্ত জানান, “লোকমুখে শুনেছি এভাবে মানত করলে সন্তানের আশা পূরণ হয়। তাই আমিও এসেছি, যেন আমার কোল ভরে।”

বগুড়া থেকে আসা আরেক নারী জানান, “৭ বছর ধরে সন্তান হয়নি। বহু চিকিৎসার পরও ফল না পেয়ে এখানে এসেছি। পরিচিত একজন এখানে এসে সন্তান পেয়েছেন, সেই বিশ্বাসে আমিও আসলাম।”

আশ্রম কমিটির সদস্য শ্রী সঞ্জয় কুমার বলেন, “নবান্ন উৎসবে প্রতি বছরই নিঃসন্তান নারীরা মানত করতে আসেন। পরে ভক্তদের কলাপাতায় খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।”

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, “এভাবে বসে সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানে এটি সমর্থনযোগ্য নয়।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us