• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ দুপুর ০২:২৭:২৯ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আটক

৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৫৯:০২

সংবাদ ছবি

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ৫ বছরের শিশুকন্যা ফারিহা সুলতানাকে কুপিয়ে হত্যার দায়ে মাদকাসক্ত বাবা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

৬ অক্টোবর সোমবার রাতে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্ধারমানিক গ্রামে এ ঘটনাটি ঘটে।

Ad
Ad

ফারুক হোসেন আন্ধারমানিক গ্রামের কাদের মাঝির ছেলে। পারিবারিক বিরোধ ও মাদকের টাকা না পেয়ে এ হত্যাকাণ্ড- ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

Ad

নিহত শিশুটির মা জান্নাতুল ফেরদৌস ও স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় মাদকের টাকা ও পারিবারিক বিরোধের জেরে স্ত্রীর সঙ্গে ফারুক হোসেনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে রক্তাক্ত অবস্থায় বাড়ির পুকুরে শিশুটিকে ছুড়ে ফেলে দেন। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ফারুক হোসেনকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ফারুক হোসেনকে আটক করে।

তেওয়ারিগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য লুৎফুর রহমান বলেন, শিশুটিকে হত্যার পর ফারুক ঘরের ভেতর দা হাতে অবস্থান করেন। আতঙ্কে স্থানীয় লোকজন ঘরে প্রবেশ করতে পারছিলেন না। পরে জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ঝলক কান্তি দাস বলেন, পারিবারিক বিরোধ ও মাদকাসক্ত থাকা অবস্থায় পরিবারের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে ফারুক ঘরে থাকা দা দিয়ে শিশুটিকে কুপিয়ে পুকুরের পানিতে ফেলে দেন। শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফারুক হোসেনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
ট্রেনের ছাদে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ১
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:২৮:০৫

সংবাদ ছবি
কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, আটক ৩
৭ অক্টোবর ২০২৫ দুপুর ০১:১৪:৩২

সংবাদ ছবি
লক্ষ্মীপুরে শিশুকে কুপিয়ে হত্যা, বাবা আটক
৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৫৯:০২


সংবাদ ছবি
সড়ক দুর্ঘটনার কবলে বিজয় দেবরকোন্ডা
৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৮:৫৩

সংবাদ ছবি
বাংলাদেশের ম্যাচসহ আজকের খেলা
৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:২৮:২২


Follow Us