• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ভাদ্র ১৪৩২ দুপুর ০২:৫৭:৫৫ (25-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রিফ্লেক্টর লাইট চুরি হওয়ায় ভাসানী সেতুতে ঘটছে দফায় দফায় দুর্ঘটনা

২৫ আগস্ট ২০২৫ সকাল ১০:৫০:৪১

সংবাদ ছবি

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে আবারও চুরির ঘটনা ঘটেছে। এবার চুরি হয়েছে রিফ্লেক্টর লাইট। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

২৪ আগস্ট রোববার দিবাগত রাতে রিফ্লেক্টর লাইট চুরির বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী গণমাধ্যমকে বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এর আগে, উদ্বোধনের মাত্র এক দিন পরই সেতুর ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরি হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও চুরির ঘটনা ঘটলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুতে নেই ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করলেও সন্ধ্যা নামলেই অন্ধকারে ঢেকে যায় পুরো সেতু ও কয়েক কিলোমিটার সংযোগ সড়ক।

ফলে দফায় দফায় হচ্ছে দুর্ঘটনা। খুব অল্প সময়ের মধ্যেই পৃথক সড়ক দুর্ঘটনায় এর আগে একজন মহিলা নিহত হন ও ২ জন বাইকার এবং ব্যাটারি চালিত অটো ভ্যান চালক গুরুতর আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার রাতে একটি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষের ঘটনা ঘটে । এতে ২ জন গুরুতর আহত হয়।

তুহিন মিয়া নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, আহতদের উদ্ধার না করে কেউ কেউ ভিডিও করতে ব্যস্ত, বেশ কয়েকজন আবার দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও ইজিবাইক নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পরে স্থানীয় কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেদ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহতদের গাড়ি দুটি উদ্ধার করেন।

তিনি এশিয়ান টেলিভিশনকে জানান, আমি জনগণের সেবক, স্থানীয় সর্বসাধারণের  জান মালের নিরাপত্তা দেয়া আমার কর্তব্যের মধ্যে পড়ে।

এর আগে, বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা হয়। সেতুর সিকিউরিটি ইনচার্জ নুর আলম বাদী হয়ে মামলাটি করেন। প্রায় ৩১০ মিটার তারের মূল্য ৫ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। বর্তমানে নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
লায়ন মো. গনি মিয়া বাবুল এর কবিতা
২৫ আগস্ট ২০২৫ দুপুর ১২:১১:৩৪