• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ দুপুর ০১:৪৪:৫৫ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল নোবিপ্রবি

১৭ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৬:১০

হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি: শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে উত্তাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। ইনকিলাব মঞ্চ ঘোষিত “বিক্ষোভ মিছিল ও সমাবেশ” কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

১৬ জানুয়ারি শুক্রবার বাদ জুমা নোবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষার্থীদের সাথে এসে একাত্মতা পোষণ করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

Ad

এসময় নোবিপ্রবি ছাত্রদল সভাপতি মো. জাহিদ হাসান বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বানে সারা দিয়ে, ভারতীয় আধিপত্য বাদ বিরোধী জুলাই যোদ্ধা ওসমান হাদীর খুনের বিচারের দাবিতে একাত্মতা প্রকাশ করছি। আমরা লক্ষ করেছি ভারতীয় আধেপত্যের বিরুদ্ধে যারাই কথা বলে তাদেরই টার্গেট কিলিংয়ের শিকার হতে হচ্ছে। এটা গভীর ষড়যন্ত্রের অংশ।

Ad
Ad

শিক্ষার্থীদের মধ্য থেকে আব্দুর রহমান সাকিব বলেন, অনেক জুমাবার পেরিয়ে গেলেও আমরা হাদি ভাইয়ের বিচার এখনো পাই নাই। হাদি ভাইয়ের ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রাম কখনো থেমে যাবে না। এক হাদি মরে গেলেও লক্ষ লক্ষ হাদি এখনো বেঁচে আছে।

আরেক শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, ভারত আধিপত্য বিরোধী লড়াকু সৈনিক হাদি ভাইয়ের ইনসাফের জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি। যদি হাদি ভাইয়ের বিচার এ বাংলার মাটিতে না হয়, তাহলে বুঝে নিতে হবে অন্তর্বর্তী সরকারের ইন্দনে বিচারহীনতার সংস্কৃতিকে উদ্বুদ্ধ করছে। নির্বাচনের আগেই হাদি ভাইয়ের বিচার হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শীতে খেজুরের রস আর নিপাহ ভাইরাসের মরণফাঁদ
শীতে খেজুরের রস আর নিপাহ ভাইরাসের মরণফাঁদ
১৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৩১:১৫


ঝড় তোলা সেই গানের ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে
ঝড় তোলা সেই গানের ভিউ ১০০ কোটি ছাড়িয়েছে
১৭ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:১৭:২৪






Follow Us