ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, বিশ্ববিদ্যালয়ে কেউ যদি এথিজম (নাস্তিকতা) চর্চা করে বা কোনো ধর্মকে স্ট্রাইক করে তাহলে তাকে যুক্তি দিয়ে দমন করতে হবে। কারণ, বর্তমান পৃথিবী হলো যুক্তিতর্কের পৃথিবী। আধুনিক পৃথিবী, কোনো শক্তির পৃথিবী না বরং যুক্তির পৃথিবী।
১৬ আগস্ট শনিবার জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে ‘পূজা উদযাপন পরিষদ’ আয়োজিত ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, সকল ধর্মের মূলমন্ত্র হলো— মানবিকতা। বিশ্ববিদ্যালয়ে আসার পর ‘ইসলামিক এন্ড কম্পারেটিভ রিলিজিয়ন’ নামে একটি নতুন অনুষদ চালু করেছি। এটি চালু হলে হিন্দুধর্ম ও অন্যান্য ধর্মের গবেষণা চালু করা যাবে। হিন্দু মনীষীদের মতে, যখন পৃথিবীতে অধর্মের চর্চা বেড়ে যায় ও সাধারণ মানুষের জীবনযাপন দুর্বিষহ হয়ে যায় তখন দুষ্টের দমন এবং শিষ্টের লালনের জন্য শ্রী কৃষ্ণ অবতার হিসেবে আগমন করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ধর্মীয় পরিচয় ভুলে মানুষ পরিচয় নিয়ে তারা পাশাপাশি থাকবে এই চেতনা লালন করতে হবে। সনাতন ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে মানববন্ধন না করে আমার কাছে আসলে আমি সমাধান করে দিবো।
হিন্দু ধর্মালম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বরাবরই স্পেশাল। পবিত্র কুরআনেই বলা হয়েছে, কেউ অন্য ধর্মের অবতারকে গালি দিবে না। মদিনা সনদেও রাসুলুল্লাহ (সা.) অন্যান্য ধর্ম পালনকে স্বীকৃতি দিয়েছেন। ধর্মীয় অনুষ্ঠান পালনে আপনাদের মধ্যে যেন কোনো সংকীর্ণতা না আসে। সমান মর্যাদা সহকারে আপনারা আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন এই নিশ্চয়তা আমি দিচ্ছি।
দুপুর থেকে শুরু হওয়া ধর্মালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, ঝিনাইদহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন।
হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এবং বিশেষ আলোচক ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়। পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পঙ্কজ রায় স্বাগত বক্তব্য দেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ, ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি নূর আলম সহ সংগঠনগুলোর নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available