• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ১০:৪৪:৫৫ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

পঞ্চগড়ে ছাত্রদল কর্মী হত্যার প্রধান আসামি গ্রেফতার

১৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:১৪:২৭

সংবাদ ছবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা শহরের সিনেমা হল মার্কেট এলাকায় ছাত্রদল কর্মী ও এইচএসসি পরীক্ষার্থী জাবেদ উমর জয় (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারাজ ইসলাম আল আমিন ও তার ভাই আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ আগস্ট শনিবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে এনে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক মোহাম্মদ নুরুজ্জামান আইনি প্রক্রিয়া শেষে রাত ১১টার দিকে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, শুক্রবার চট্টগ্রামের গোয়ালপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

আটক আল আমিন ও আকাশ পঞ্চগড়ের রাজনগর ইউনিয়নের নতুবস্তি এলাকার খলিলুর রহমানের ছেলে।

নিহত জয় পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকার জহিরুল হকের ছেলে। তিনি পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট থেকে চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। পাশাপাশি তিনি শহরের কদমতলা এলাকার সূচনা ফল ঘরে ম্যানেজারের দায়িত্বে ছিলেন এবং পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে সহকর্মীদের নিয়ে শহরের সিনেমা হল মার্কেট এলাকায় জয়কে ছুরিকাঘাত করেন ফারাজ ইসলাম আল আমিন। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে জয়ের মৃত্যু হয়।

ঘটনার পরদিন শুক্রবার বিকেলে নিহতের বড় ভাই আশরাফ আলী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করা হয় আটজনের এবং অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করেছে।

পঞ্চগড় পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। মামলার এজাহারভুক্ত তিন আসামিকে আগেই গ্রেফতার করা হয়েছে। পলাতক প্রধান আসামি ও তার ভাইকে চট্টগ্রাম থেকে গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
কেরানীগঞ্জে সৎ বাবার হাতে ছেলে খুন
১৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫১:৪২