• ঢাকা
  • |
  • রবিবার ২রা ভাদ্র ১৪৩২ সকাল ১১:৪৯:৫৩ (17-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

ট্রাফিকের তল্লাশিতে ৭৫ লিটার মদসহ আটক ২

১৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪৬:১০

সংবাদ ছবি

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাফিক জোনের নিয়মিত তল্লাশিতে ৭৫ লিটার দেশীয় মদসহ ২ জনকে আটক করা হয়েছে।

আসামিরা হলো শ্যামল সর্দার (৬৫), সে  চট্টগ্রামের পটিয়া উপজেলার সর্দার পাড়া ১নং ওয়ার্ডের মৃত মদন সর্দারের পুত্র; অপরজন সাইফুল ইসলাম (৩২) একই জেলার বোয়ালখালী উপজেলার পশ্চিম খুমন্ডি ফুলতল ৭নং ওয়ার্ডের মৃত আহমদ মিয়ার পুত্র।

১৬ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়া উপজেলা শহরের ট্রাফিক পুলিশ বক্সের সামনে চট্টগ্রামমুখী একটি মাহিন্দ্রা গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় চোলাই মদসহ ২ জন জেলেকে আটক করেছে লোহাগাড়া ট্রাফিক পুলিশ।

লোহাগাড়া ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) হাসানুজ্জামান হায়দার বলেন, নিয়মিত তল্লাশি চলাকালীন চট্টগ্রাম অভিমুখী একটি মাহিন্দ্রা গাড়িকে থামানোর সংকেত দিলে সাথে সাথেই গাড়ি থেকে লাফ দিয়ে ৮/১০ জন লোক পালিয়ে যাওয়ার সময় ২ জনকে আটক করি। তারপর সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ৭৫ লিটার দেশীয় মদ উদ্ধার করি। জিজ্ঞাসাবাদে তারা জানান, চকরিয়া থেকে মাছ ধরে নিজ বাড়ি পটিয়া যাচ্ছিলেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, লোহাগাড়া ট্রাফিক জোন ৭৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ২ জনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন। আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
তিস্তায় পানি কমলেও নতুন শঙ্কা নদীভাঙন
১৭ আগস্ট ২০২৫ সকাল ১১:২৮:৫৯






সংবাদ ছবি
কেরানীগঞ্জে সৎ বাবার হাতে ছেলে খুন
১৭ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫১:৪২