ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঈশ্বরদী পৌর শাখার সভাপতি আবির হাসান শৈশবকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় ঈশ্বরদী থানায় দায়ের করা মামলার এজাহারে নামীয় ১০ নম্বর আসামি শৈশব। এতোদিন পলাতক অবস্থায় থাকার পর বিদেশে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এ.বি.এম মনিরুল ইসলাম জানান, গোপনে খবর পেয়ে আমরা বিমানবন্দর এলাকায় ফাঁদ পাতি। ইমিগ্রেশনে প্রবেশ করার সময় ইমিগ্রেশন ও বিমানবন্দর থানার পুলিশের সহায়তায় তাকে আটক করে শুক্রবার রাতেই ঈশ্বরদীতে নিয়ে আসা হয়। শনিবার আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ছাত্রলীগ সভাপতি শৈশব ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তার ছত্রছায়ায় পতিত আওয়ামী লীগ সরকারের আমলে শৈশব বিভিন্ন জনকে মারধর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাটের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে বলে বিস্তর অভিযোগ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available