জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ৪টি হলের ফলাফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। এতে শীর্ষ তিন পদসহ অধিকাংশ পদে শিবির সমর্থিত 'অদম্য জবিয়ান ঐক্য' প্যানেল এগিয়ে আছে।

৭ জানুয়ারি বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ফল ঘোষণা শুরু হয়।


৪ কেন্দ্রের ফলাফলে ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।
এছাড়া জিএস পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১৯ ভোট ও ছাত্রদল প্যানেল থেকে খাদিজাতুল কোবরা ২০৬ ভোট পেয়েছেন। তাছাড়া এজিএস পদে শিবির প্যানেলের মাসুদ রানা ৪০৮ ও ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল ৩৩৮ ভোট পেয়েছেন।
এদিকে শীর্ষ তিন ও অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার ও সংস্কৃতি সম্পাদক পদ দুটিতে ছাত্রদল এগিয়ে আছে। এছাড়া নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষনণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
৬ জানুয়ারি মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ তিন ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হলেও আজ সকাল ৭টা পর্যন্ত মাত্র ৪টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে। এখনো ৩৫টি কেন্দ্রের ভোট গণনা বাকি। ফলাফল ঘোষণা হওয়া কেন্দ্র ৪টি হলো- নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল ও ফার্মেসি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available