গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) চলমান সংকটসহ চার দফা দাবিতে উপাচার্য ও উপ-উপাচার্যের দপ্তরে প্রতীকীভাবে ‘মুলা’ পাঠিয়ে প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, গোবিপ্রবি শাখা।

২৮ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য দপ্তরে প্রতীকী সবজি তুলে দেন সংগঠনটির নেতাকর্মীরা।


সংগঠনটির চার দফা দাবি হলো বাজেট বরাদ্দ পাশ করাতে ব্যর্থতার অবসান, ক্যাম্পাস নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপন, শিক্ষক সংকট নিরসনে নতুন শিক্ষক নিয়োগ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং আইডি কার্ডে অতিরিক্ত টাকা আদায় বন্ধ।
নেতাকর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের একের পর এক সংকট নিয়ে প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। ‘মুলা ঝোলানো’ আশ্বাসের প্রতিবাদ জানাতেই প্রতীকীভাবে মুলা ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন গোবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব, দাওয়াহ সম্পাদক মো. সোহেল রানা, প্রশিক্ষণ সম্পাদক মিশকাতুল আলম অলি, কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব বলেন, ‘এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে উন্নত শিক্ষা থেকে বঞ্চিত। পূর্বের প্রশাসন যেভাবে শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে মুলা ঝুলিয়ে রাখত, বর্তমান প্রশাসনও একইভাবে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপটে কিছু ছাত্রনেতার পকেটে ভরে একই ধরনের আশ্বাস দিচ্ছে। আমাদের চার দফা দাবির একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এই মুলা নিতে নিতে আমরা ক্লান্ত। তাই আজ প্রতীকীভাবে সেই মুলাই প্রশাসনকে ফিরিয়ে দিলাম। আশা করি এতে তাদের টনক নড়বে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available