• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে পৌষ ১৪৩২ সকাল ০৮:১৭:৩৯ (09-Jan-2026)
  • - ৩৩° সে:

জকসুতেও নিরঙ্কুশ জয় পেল শিবির

৮ জানুয়ারী ২০২৬ সকাল ০৮:১৯:১৩

জকসুতেও নিরঙ্কুশ জয় পেল শিবির

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)-সহ শীর্ষ পদগুলোতে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।

Ad

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’কে পরাজিত করে তারা এ বিজয় অর্জন করে।

Ad
Ad

৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ শেষে চূড়ান্ত ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনাররা।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে সবচেয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে শিবির। এ পদে আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও বড় ব্যবধান ধরে রেখেছে শিবির। এ পদে শিবিরের মাসুদ রানা ৫ হাজার ২ ভোট এবং ছাত্রদলের বি এম আতিকুর রহমান তানজিল ৩ হাজার ৯৪৪ ভোট পেয়েছেন। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটে বিজয়ী হয়েছেন।

ঘোষিত ফলাফলে ভিপি, জিএস ও এজিএস পদছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ পদেও ছাত্রশিবির-সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন। ফলে জকসুতে এই প্যানেলের প্রভাব ও সংখ্যাগরিষ্ঠতা স্পষ্ট হয়েছে।

এর আগে ৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। ভোট গণনা শুরুর দিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একচেটিয়া আধিপত্য বিস্তার করে শিবির সমর্থিত প্যানেল এবং বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ দিনে এলো ১১ হাজার কোটি টাকার প্রবাসী আয়
৭ দিনে এলো ১১ হাজার কোটি টাকার প্রবাসী আয়
৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৪১

আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আশুলিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫১:০৮




Follow Us