ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের অন্তভূক্ত বিভাগসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ১৯ নভেম্বর বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুষ্টিয়া জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেনর সহায়তায় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।


কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন। এছাড়া অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা তানভীর হোসেন বলেন, শরীর ও মন সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করায় শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। আশা করি, আজ যে ক্রীড়া সামগ্রী দেওয়া হয়েছে তা যথাযথভাবে ব্যবহার হবে এবং অবহেলায় নষ্ট হবে না।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, এলামনাইদের এই উদ্যোগ প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ে ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মানসিকতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। বর্তমানে দক্ষ খেলোয়াড়দের কারণে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হয়েছে। সঙ্গীত যেমন মনের খোরাক জোগায়, তেমনি খেলাধুলা মন ও শরীর দুটোকেই সুস্থ রাখে। যারা খেলাধুলায় পারদর্শী, তাদের নিয়মিত অনুশীলন চালিয়ে যেতে হবে। আজ যে ক্রীড়া সরঞ্জাম দেওয়া হয়েছে, তা শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে। দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পড়াশোনা ও খেলাধুলা-দুইটাই জরুরি। ক্রীড়ামনোভাব মানুষের মধ্যে নৈতিকতা গড়ে তোলে এবং ভুল-অন্যায় থেকে দূরে রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হলে শিক্ষার্থীরা কখনো খারাপ কাজে জড়াবে না।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available