ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা শিবির সভাপতি মু. মাহমুদুল হাসান বলেন, গত ১৫ বছরে যারা শাহাবাগীকে স্টাবলিশ করে এদেশের আইন কানুন ও বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, তাদেরকে শিক্ষক হিসেবে চাই না। যারা গণহত্যাকে সমর্থন দিয়েছে, গণহত্যার পক্ষে সাফাই গেয়েছে তাদের থেকে আমরা কোনো শিক্ষা নিতে চাই না। যারা সত্যিকারের মানুষ তাদেরকে আমরা শিক্ষক হিসেবে চাই। যারা আমাদেরকে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার জন্য সোনার মানুষ হিসেবে তৈরি করতে পারবে, তাদেরকে আমরা শিক্ষক হিসেবে চাই।
১৮ অক্টোবর শনিবার দুপুর ১টার সময় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি মিছিল বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, এই বছর আপনারা সবগুলো হলের নির্মাণ কাজ সম্পন্ন করে শিক্ষার্থীদের হাতে হলগুলো বুঝিয়ে দিন এবং মেধাভিত্তিক হলের সিট বরাদ্দ নিশ্চিত করুন। ‘প্রতি হলে আবাসন, নিশ্চিত করবে প্রশাসন’ এটাই প্রশাসনের নীতি হওয়া দরকার। অথচ আমরা দেখতে পাচ্ছি, একটা মহল নতুন করে আবার আওয়ামী স্টাইলে র্যাগিং কালচার চালু করার জন্য উঠে পড়ে লেগেছে।
উল্লেখ্য, শহিদ সাজিদ আব্দুল্লাহ'র হত্যার বিচার, ছাত্র সংসদের নীতিমালা ও রোড ম্যাপ প্রদান, ডিজিটাল পেমেন্ট নিশ্চিতকরণ, চলতি বছরের মধ্যেই নির্মাণাধীন হলসমূহ চালু এবং মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে শিক্ষক নিয়োগ- এই পাঁচ দফা দাবিতে আন্দোলন করছে শিবির।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available